ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৪, ২২ মে ২০২৫  
ফেনী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২৪ জনকে পুশ-ইন করেছে বিএসএফ

ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে পুশ-ইন করা ২৪ জন বাংলাদেশি

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ নারী ও শিশুসহ ২৪ জন বাংলাদেশিকে পুশ-ইন করেছে। 

বৃহস্পতিবার (২২ মে) ভোরে এই পুশ-ইনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোররাতে ছাগলনাইয়া উপজেলার যশপুর এবং ফুলগাজীর খেজুরিয়া সীমান্ত দিয়ে এই ২৪ জন বাংলাদেশিকে বাংলাদেশে ফেরত পাঠায় বিএসএফ। পরে স্থানীয়রা তাদের আটক করে বিজিবির (বাংলাদেশ বর্ডার গার্ড) হাতে তুলে দেন।

৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন গণমাধ্যমকে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন নারী এবং ১৩ জন শিশু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায়শই বিভিন্ন সীমান্ত দিয়ে এ ধরনের পুশ ইন কার্যক্রম চালায় বিএসএফ। এতে মানবিক সংকটের পাশাপাশি কূটনৈতিক জটিলতাও তৈরি হচ্ছে।

সম্প্রতি দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে বারবার নারী ও শিশুসহ অসহায় মানুষদের পুশ ইন করার অভিযোগ উঠছে ভারতের বিরুদ্ধে। 

ঢাকা/সাহাব/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়