ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বেড়েছে টিসিবির পণ্যের দাম, হতাশ নিম্নআয়ের মানুষ

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২২ মে ২০২৫  
বেড়েছে টিসিবির পণ্যের দাম, হতাশ নিম্নআয়ের মানুষ

কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশের মতো রাজশাহীতেও ট্রাকে করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ৩ জুন পর্যন্ত।

টিসিবির ট্রাক থেকে বিক্রি করা হচ্ছে—চিনি, সয়াবিন তেল ও ডাল। এবার প্রতিটি পণ্যের দামই আগের তুলনায় বেড়েছে। এতে হতাশ হয়েছেন নিম্নআয়ের মানুষরা।

টিসিবি দেওয়া তথ্য অনুযায়ী, গতবার চিনি বিক্রি হয়েছে কেজিপ্রতি ৭০ টাকায়, এবার সেটি দাঁড়িয়েছে ৮০ টাকায়। মসুরের ডালের দাম ছিল ৬০ টাকা, এবার বেড়ে হয়েছে ৮০ টাকা। সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৩৫ টাকা লিটার দরে, আগে তা ছিল ১০০ টাকা।

মূল্যবৃদ্ধির কারণে ভোক্তাদের মধ্যে দেখা গেছে ক্ষোভ ও হতাশা। অনেকেই বলছেন, বাজারমূল্যের সঙ্গে টিসিবির পণ্যের দামের ব্যবধান খুব একটা না থাকলে এ পণ্য আর নিম্নআয়ের মানুষের কোনো উপকারে আসবে না।

বৃহস্পতিবার রাজশাহীর হজরত শাহ মখদুম (রহ.) মাজার গেট এলাকায় টিসিবির পণ্য কিনতে আসা মালেকা খাতুন বলেন, “আগে টিসিবির মালামাল কম দামে পেতাম। এখন এসে দেখি, সবকিছুর দাম বেশি। এতে আমাদের মতো গরিব মানুষের কষ্টই বাড়বে। বাজার আর টিসিবির মধ্যে এখন তো তেমন পার্থক্য নেই। হঠাৎ এভাবে দাম বাড়ানো ঠিক হয়নি।”

আরেক ক্রেতা ফারুক হোসেন বলেন, “সরকার তো আমাদের সঙ্গে ব্যবসা করছে না। টিসিবির মাল বিক্রির উদ্দেশ্যই হচ্ছে সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়া। তাহলে এই দাম বাড়ানোর যৌক্তিকতা কোথায়? আমরা এটা আশা করিনি।”

টিসিবির রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক আতিকুর রহমান বলেছেন, “বাজারে সব পণ্যের দামই বেড়েছে। তাই, আগের দামে পণ্য দেওয়া সম্ভব হয়নি। কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, তারপরও প্রচণ্ড ভিড়। আমরা সবাইকে ধৈর্য্য ধরে পণ্য নিতে বলছি।”

রাজশাহী সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের নির্ধারিত ১০টি পয়েন্টে প্রতিদিন (শুক্রবার ও শনিবারসহ) এই ট্রাকসেল চলবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিটি পয়েন্ট থেকে ৪০ জন করে মোট ৪ হাজার পরিবার ৫১৫ টাকার প্যাকেজে টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন। ঈদ উপলক্ষে এ বিশেষ ট্রাকসেলের পাশাপাশি প্রতি মাসে টিসিবি কার্ডধারীদের মাঝেও নিয়মিতভাবে পণ্য সরবরাহ করা হচ্ছে।

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়