খুলনায় হাত-পা বাঁধা, মুখে পলিথিন জড়ানো লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

হাত-পা বাঁধা ও মুখমণ্ডলে পলিথিন জড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ
খুলনায় হাত-পা বাঁধা অবস্থায় ক্ষতবিক্ষত অজ্ঞাত এক যুবকের (২৭) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) ভোরে খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকা থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, শিপইয়ার্ড মেইন গেটের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে অজ্ঞাত ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
লবণচরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাকির হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ এসে আনুমানিক ২৭ বছরের এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্নস্থলে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার হাত-পা, চোখ ও মুখ বাঁধা অবস্থায় ছিল।”
তিনি আরও বলেন, “হাত-পা বেঁধে তাকে প্রথমে তাকে জখম করা হয়। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করার জন্য দুর্বৃত্তরা পলিথিনে মুড়িয়ে শ্বাসসরোধ করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”
ঢাকা/নুরুজ্জামান/এস