ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২৩ মে ২০২৫  
যুক্তরাষ্ট্র থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার আ.লীগ নেতা

গিয়াস উদ্দিন

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রামের মিরসরাইয়ের নেতা গিয়াস উদ্দিন। 

শুক্রবার (২৩ মে) সকালে স্ত্রীসহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকয় অবতরণের পর ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে মিরসরাই থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা থেকে গিয়াস উদ্দিনকে মিরসরাইয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।

আরো পড়ুন:

মীরসরাই থানার ওসি আতিকুর রহমান বলেন, “গ্রেপ্তার গিয়াস উদ্দিন নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সহ-সভাপতি। তিনি মীরসরাই উপজেলার চেয়ারম্যান ছিলেন।”

তিনি আরো বলেন, “২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে গিয়াস উদ্দিন মীরসরাই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তার বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করে মিরসরাই আনা হচ্ছে। শনিবার (২৪ মে) তাকে আদালতে হাজির করা হবে।”

সর্বশেষ

পাঠকপ্রিয়