ঢাকা     বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫ ||  আষাঢ় ৫ ১৪৩২

শেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৩ মে ২০২৫   আপডেট: ১৭:২৫, ২৩ মে ২০২৫
শেরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সাবেক ইউপি চেয়ারম্যান মাসুদ রানা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মাসুদ রানা। 

শুক্রবার (২৩ মে) ভোরে শেরপুর শহরের সিংপাড়া এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেন গ্রেপ্তার মাসুদ রানা। আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়।

আরো পড়ুন:

শেরপুর সদর থানার ওসি জুবাইদুল আলম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”

ঢাকা/তারিকুল/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়