ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকি

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৪, ২৩ মে ২০২৫   আপডেট: ১৭:৫৮, ২৩ মে ২০২৫
ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না দিলে হত্যার হুমকি

ফাইল ফটো

কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে ওই ব্যবসায়ীকে বলে অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২২ মে) রাত ৮ টা ২০ মিনিটের দিকে মোবাইলে ফোন করে ব্যবসয়ী আশরাফুল আলমকে হুমকি দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি রাতেই কুমারখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

আরো পড়ুন:

আশরাফুল আলম উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এবং চর এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে। 

পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গছে, বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কাঠ ব্যবসায়ী আশরাফুল আলমের মোবাইলে নাম না জানা ব্যক্তি কল দেন। ফোনে ওই ব্যক্তি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমাকে পাঁচ লাখ টাকা দিবি, যদি না দিস, তোর জন্য ৬টি বুলেট বরাদ্দ আছে।’

এর আগে, গত ২০ মে একই নম্বর থেকে আশরাফুলকে প্রথমে কল দেওয়া হয়েছিল। সেদিন ফোনে নাম না জানা ওই ব্যক্তি বলেন, ‘আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তাহলে তোর লাশ যেকোনো জায়গায় পড়ে থাকবে।

শুক্রবার (২৩ মে) সকালে ফোনে ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, “ফোনে নাম না জানা ব্যক্তি বারবার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। থানায় লিখিত অভিযোগ করেছি।” 

তার ভাষ্য, “আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় দুর্বৃত্তরা ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছে।” 

এ বিষয়ে জানতে যে নম্বর থেকে ব্যবসায়ীকে ফোন করা হয়েছিল সেই নম্বরে কল করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, “লিখিত অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীকে শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়