জাল টাকা ও ডলার ছাপানোর মেশিনসহ আটক ২
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সেনাবাহিনীর হাতে আটক প্রতারক চক্রের দুই সদস্য
সাতক্ষীরায় জাল টাকা ও বিভিন্ন দেশের জাল ডলার ছাপানোর মেশিনসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদরের কাটিয়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তাদের আটক করে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার পূর্ব বিড়ালহ্মী গ্রামের আব্দুর রহিম সানার ছেলে জুলকার নাঈম সানা এবং উত্তর আটুলিয়া গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে রাসেল গাজী।
সাতক্ষীরা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মুশফিক আহমেদ জানান, আটক ব্যক্তিরা কাটিয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বিভিন্ন দেশের ডলার এবং টাকা কালার প্রিন্টারের মাধ্যমে ছাপিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর আর্মি ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।
এসময় তাদের কাছে থাকা একটি কালার প্রিন্টার, কিছু জাল ডলার, একটি ল্যাপটপ, ৩টি স্মার্ট ফোন, ৩টি বাটন ফোন, নগদ ৫১ হাজার ৯৮৫ টাকা এবং নিজস্ব সিলসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই সেনা সদস্য।
ঢাকা/শাহীন/এস