ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইটবাহী ট্রাক্টর উল্টে আহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৪ মে ২০২৫   আপডেট: ১১:৩৫, ২৪ মে ২০২৫
খাগড়াছড়িতে কাভার্ডভ্যানের ধাক্কায় ইটবাহী ট্রাক্টর উল্টে আহত ৪

দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ট্রাক্টর

খাগড়াছড়ির আলুটিলায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইটবাহী ট্রাক্টর উল্টে চারজন আহত হয়েছে। মুহূর্তে আগুন ধরে কাভার্ডভ্যানটিও পুড়ে গেছে।

আহতরা হলেন, মো. রহিম, মো. শাহিন, মো. রমজান আলী ও থৈঅংগ্য মারমা। তারা সবাই মাটিরাঙ্গার বাসিন্দা এবং ইটবাহী ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

শনিবার (২৪ মে) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় খাগড়াছড়ির অভ্যন্তরীণ ও আন্তঃজেলা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ারে সার্ভিসের একটি কাভার্ডভ্যান খাগড়াছড়ি জেলা শহরে ফেরার পথে আলুটিলার ময়লাটিলা নামক স্থানে পৌঁছালে ইটবাহী ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানের ধাক্কায় ট্রাক্টরটি দু'ভাগে বিভক্ত হয়ে সড়কের উল্টে গেলে ছিটকে পড়ে চালক-শ্রমিকরা। এ সময় আগুন ধরে যায় কাভার্ডভ্যানেও।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এ দুর্ঘটনার কারণে খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো।

এদিকে দুর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়। সেখান থেকে সদর হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসার জন্য নগদ সহায়তা প্রদান করেন তিনি।

ঢাকা/রূপায়ন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়