ঢাকা     বুধবার   ১৮ জুন ২০২৫ ||  আষাঢ় ৪ ১৪৩২

চাঁদাবাজদের শুধু চেহারা পরিবর্তন হয়েছে : আসাদুজ্জামান ফুয়াদ

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২৪ মে ২০২৫  
চাঁদাবাজদের শুধু চেহারা পরিবর্তন হয়েছে : আসাদুজ্জামান ফুয়াদ

বক্তব্য রাখছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘দেশে চাঁদাবাজদের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি। আমরা ২৪-এর গণঅভ্যুত্থানে ভেবেছিলাম, দেশের রাজনৈতিক নেতারা এর থেকে শিখবে কিন্তু কোনো মৌলিক পরিবর্তন আসেনি।’’ 

শনিবার (২৪ মে) দুপুরে নাটোরে একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ সব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘‘ড. ইউনূস সরকারকে সব সক্রিয় রাজনৈতিক দল অনুমোদন ও সমর্থন দিয়েছেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ম্যান্ডেটওয়ালা সরকার হচ্ছে এ সরকার। দেশের ১৫ বছরের ইতিহাসে এ ধরনের ম্যান্ডেটওয়ালা সরকার আসেনি। সেই সরকারকে আপনি বলছেন, ম্যান্ডেট নেই। এসব কথা তো ইন্ডিয়ার অভিমত। আমরা গত ১০ মাস ধরে ইন্ডিয়ার গণমাধ্যমে যে যে বক্তব্য, যে যে শব্দে শুনছি; সব একই কথা আপনি বলছেন।’’

আরো পড়ুন:

ভারতকে নিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘‘চৌদ্দশ শহীদের জীবনের বিনিময়ে দিল্লির গোলামি থেকে আমরা মুক্তি পেয়েছি। অতএব ইন্ডিয়া থেকে তাকে (শেখ হাসিনা) ফিরিয়ে আনাটা হচ্ছে মীরজাফরি ছাড়া কিছুই না। আমরা দেখেছি যে ফখরুদ্দিন, মঈনউদ্দিনরা মিলে প্রণব মুখার্জির দরবারে গিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে বিক্রির চেষ্টা করছিল।’’ 

তিনি আরো বলেন, ‘‘সব ধরনের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছি, যে আপনারা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন। দেশের স্বার্থে কোনটা প্রয়োজন তা নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বসবেন। কোনটা হওয়া প্রয়োজন, কোনটা প্রয়োজন নেই- সেটা নিয়ে কথা বলবেন।’’ 

এবি পার্টির নাটোর জেলার আহ্বায়ক মো. শাহ্ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলসহ স্থানীয় নেতারা।  

ঢাকা/আরিফুল/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়