ঢাকা     বুধবার   ১৮ জুন ২০২৫ ||  আষাঢ় ৪ ১৪৩২

ঐক্যে যারা ফাটল ধরাতে চান পিছপা হয়ে যান: এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৪ মে ২০২৫   আপডেট: ১৬:৩৫, ২৪ মে ২০২৫
ঐক্যে যারা ফাটল ধরাতে চান পিছপা হয়ে যান: এ্যানি

বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘দেশের প্রত্যেকটি মানুষকে এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। এরমধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না। যারা ফাটল ধরাতে চান, তারা পিছপা হয়ে যাবেন।’’

শনিবার (২৪ মে) সকালে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তরজয়পুর ইউনিয়নের দক্ষিণ মাগুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ডভিত্তিক নেতা নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে আয়োজিত সভায় তিনি এ সব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘‘সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কোনো ফাটল থাকবে ৫ আগেস্টর পর তা আমরা বিশ্বাস করি না।’’

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘১৭ বছর সাধারণ মানুষ, রাজনৈতিক দলের নেতাকর্মী যেভাবে আত্মহুতি দিয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন, সবশেষ জুলাই আন্দোলনে যেভাবে শহীদ হয়েছেন, এই ত্যাগ বৃথা যাবে না। এখনো রক্তের দাগ শুকায়নি। খুনের বিচার খুব জরুরী। খুব দ্রুত সময়ের মধ্যে খুনীর বিচার হতে হবে। হাসিনা ও তার দোসরদের বিচার হতে হবে।’’

বিএনপির এ নেতা উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, ‘‘মাননীয় উপদষ্টোগণ আমরা আশা করছি, এ ব্যাপারে (খুনির বিচার) বিশেষভাবে নজর দেবেন। খুব বেশি সক্রিয় থাকবেন। সময় বার বার আসবে না। সময় নষ্ট করা যাবে না। দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে বিএনপি যে দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এ দায়িত্বের ভিত্তিতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে আমরা শক্তিশালী করব। আগামীর বাংলাদেশটা অনেক সুন্দর হবে। সবাই মিলে আগামীর বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখব, শক্তিশালী হবে।’’ 

বিএনপির এই নেতা বলেন, ‘‘জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন আমাদের টার্গেট। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। পালিয়ে যাওয়া ফ্যাসিস্টরা বসে নাই। তারা দেশে ও দেশের বাহিরে বসে ষড়যন্ত্রে লিপ্ত। যেন বাংলাদেশে সামনের নির্বাচনটা না হতে পারে, গভীর ষড়যন্ত্র চলছে।’’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন ও দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ। 

ঢাকা/লিটন/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়