ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাপ্তাই হ্রদে শিকার করা ৮০ কেজি মাছ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ২৪ মে ২০২৫  
কাপ্তাই হ্রদে শিকার করা ৮০ কেজি মাছ উদ্ধার

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে তিন মাসের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে সেখানে মাছ ধরায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৮০ কেজি মাছ উদ্ধার করেছে।

শনিবার (২৪ মে) দুপুরে শহরের বনরূপা বাজার থেকে এ মাছগুলো উদ্ধার করা হয়। 

আরো পড়ুন:

বিএফডিসি সূত্রে জানা গেছে, কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন অবৈধ মৎস্য শিকার, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। আভিযানে ৪ কেজি পাবদা, ৩০ কেজি কালো টেংরা, ৫ কেজি বাডা, ৪ কেজি ছোট আইড়, ১ কেজি বড় আইড় ও ৩৫ কেজি কাতলা মাছসহ মোট ৮০ কেজি মাছ উদ্ধার করা হয়। 

বিএফডিসি রাঙামাটি অঞ্চলের উপ-ব্যবস্থাপক মো. বদরুদ্দোজা বলেন, কাপ্তাই হ্রদে যে পোনা ছাড়া হয়েছে, সেগুলোর বৃদ্ধির জন্য ১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ রয়েছে। এরই প্রেক্ষিতে সবগুলো বাজারে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। দুপুরে এক অভিযানে বনরূপা বাজার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ কেজি মাছ উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। 

নিয়ম অনুযায়ী মাছগুলো খোলা বাজারে নিলাম করা হয়েছে বলে জানান তিনি। 

ঢাকা/শংকর/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়