ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আ.লীগের মাসুদের সভাপতিত্বে বিএনপির কর্মিসভা

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২৪ মে ২০২৫   আপডেট: ১৯:০৪, ২৪ মে ২০২৫
আ.লীগের মাসুদের সভাপতিত্বে বিএনপির কর্মিসভা

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির এক কর্মিসভায় সভাপতিত্ব করেছেন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে জড়িত থাকা মনিরুল ইসলাম মাসুদ নামের এক ব্যক্তি। যিনি ২০২২ সালে আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু পাননি। পরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন।

শুক্রবার (২৩ মে) উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের বেজিডাঙ্গা আমেনা ওয়াহেদ বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির এই কর্মিসভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। ওই সভায় সভাপতিত্ব করেন মনিরুল ইসলাম মাসুদ। এছাড়াও, কর্মিসভায় উপস্থিত ছিলেন আনোয়ার নামের এক ব্যক্তি, যিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।

আরো পড়ুন:

বিএনপির কর্মিসভায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের উপস্থিতি নিয়ে জেলায় সমালোচনার ঝড় উঠেছে। পাশাপাশি সাধারণ কর্মীদের মনেও তৈরি হয়েছে বিভ্রান্তি। অনেকে প্রশ্ন তুলেছেন, বিএনপির এই সভা কী আসলেই দলের আদর্শের প্রতিনিধিত্ব করছে। নাকি আওয়ামী লীগের প্রভাবে পরিচালিত হচ্ছে?

সভায় উপস্থিত বিএনপির অনেক নেতাকর্মী এ ঘটনায় তাৎক্ষণিক অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ সভাস্থল ত্যাগ করেছেন, আবার কেউ এটিকে দলের মূলনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে আখ্যা দিয়েছেন।

নাম না প্রকাশ করার শর্তে স্থানীয় বিএনপির এক নেতা বলেন, ‘‘এভাবে চললে বিএনপির আদর্শের প্রতি কর্মীদের আস্থা নষ্ট হবে। এ ধরনের ঘটনা আমাদের হতাশ করে।’’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা বলেন, ‘‘বিএনপির আদর্শের সঙ্গে কোনো আপস করা যাবে না। যিনি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, তাকে সভাপতি করা সাংগঠনিক নিয়মের লঙ্ঘন। এটি দলের আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা। এ ঘটনায় তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’’

এ বিষয়ে জানতে মনিরুল ইসলাম মাসুদ ও ইউনিয়ন বিএনপির কর্মিসভা আয়োজন কমিটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

ঢাকা/তামিম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়