ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পালিত ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫১, ২৪ মে ২০২৫   আপডেট: ২১:০৭, ২৪ মে ২০২৫
পালিত ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ফটো

যশোরে শেখ শামস (২৪) নামের এক যুবকের বিরুদ্ধে তার পালিত মাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ মে) বিকেলে যশোর শহরের মনিহারস্থ ফলপট্টি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম খালেদা খানম। এ ঘটনায় অভিযুক্ত শেখ শামসকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, শেখ শামস মাকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন যশোর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত।

আরো পড়ুন:

পুলিশ জানিয়েছে, মনিহারের ফলপট্টির শামস মার্কেটের দ্বিতীয় তলায় খালেদা খানম বসবাস করতেন। তার কোনো সন্তান না থাকায় তিন মাস বয়স থেকে শামসকে দত্তক সন্তান হিসাবে পালন করছেন।

শনিবার সকাল থেকে ফলপট্টির দোকানদাররা পানি না পাওয়ায় খালেদাকে ডাকাডাকি করেন। কিন্তু, ঘর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুরে আবার ডাকাডাকি করেন। সে সময়ও ভেতর থেকে কেউ দরজা না খোলায় দোকানদাররা ৯৯৯ নম্বরে কল দেন। পরে স্থানীয় ফাঁড়ির সদস্যরা এসে ডাকাডাকি করলে শামস দরজা খোলেন।

এ সময় পুলিশ ও দোকানদাররা খালেদার খোঁজ নিলে তিনি বাড়িতে নেই বলে জানিয়ে দেন। পুলিশের সন্দেহ হলে খালেদার কক্ষের দরজার কাছে গেলে দরজা খুলতে নিষেধ করেন। একপর্যায়ে দরজা খুলে তার লাশ দেখতে পান। পরে খালেদার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করে কোতোয়ালি মডেল থানার হেফাজতে রাখা হয়েছে।

ওসি বলেন, ‘‘শামস মাদকাসক্ত। বিভিন্ন সময়ে মাদকের টাকার জন্য তিনি তার মাকে মারধর করতেন। টাকার জন্যই তিনি তার মাকে পিটিয়ে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রিটন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়