ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যতটুকু দরকার ততটুকু সংস্কার শেষে নির্বাচন দিন : নজরুল ইসলাম

বগুড়া প্রতিনি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৩, ২৪ মে ২০২৫   আপডেট: ২১:৩১, ২৪ মে ২০২৫
যতটুকু দরকার ততটুকু সংস্কার শেষে নির্বাচন দিন : নজরুল ইসলাম

বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ব‌লে‌ছেন, ‘‘জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে। তাই সুষ্ঠু নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু শেষে নির্বাচন দিতে হবে। সংস্কার যদি আগামী তিন মাসের মধ্যে হয়ে যায় তাহলে ডিসেম্বরে নির্বাচন দিতে সমস্যা কোথায়?’’  

শনিবার (২৪ মে) বিকেল ৪টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে রাজশাহী ও রংপুর বিভাগের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তি‌নি এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

নজরুল ইসলাম খান বলেন, ‘‘জনগণ চায় স্থায়ী সরকার। অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত এবং স্থায়ী সরকার নয়। কোনো রাজনৈতিক দল যদি নিজেদের গুছিয়ে নিতে এবং জোট গঠনে দেরী করে তাহলে নির্বাচন পিছিয়ে দেয়া যাবে না। তারেক রহমান দেশের বাম-ডান সবাইকে নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। আমরা সবাইকে নিয়ে ১৫ বছর জোটবদ্ধ আন্দোলন করেছি।’’ 

তি‌নি আরো বলেন, ‘‘তারুণ্যকে প্রাধান্য দিয়ে আগামীর রাজনীতিকে তারেক রহমান এগিয়ে নেবেন। তাই জনগণের সরকার প্রতিষ্ঠায় তরুণদের লড়াই করতে হবে।’’

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘অধ্যাপক ইউনূস একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে কিছু বলার নেই। কিন্তু আসিফ মাহমুদের কথামত দেশ চালালে তো চলবে না।’’ 

তিনি বলেন, ‘‘ইউনূস সরকারের কিছু কিছু ভুল হচ্ছে। তাই সেই সম্পর্কে আমরা কথা বলি কিন্তু এটা কোনো কোনো উপদেষ্টা  মানতে পারছেন না। রাজনৈতিক দল হিসেবে কথা বলতেই হবে।’’ 

তিনি আরো বলেন, ‘‘চট্রগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেয়া ও অন্যদেশকে করিডোর দেয়ার প্রতিবাদ করবোই। বিএনপি তরুণদের কর্মসংস্থানের জন্য আগামীতে কাজ করবে। হাসিনা শুধু টাকা পাচার করেছে,  কর্মসংস্থানের জন্য কিছু করেনি।’’ 

জাতীয়তাবাদী  ছাত্রদল কেন্দ্রীয় সংসদের  সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের  সভাপতিত্বে  সমাবেশে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক  কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু হাসান মোহাম্মাদ ইয়াহিয়া, বগুড়ার নিহত যুবদল নেতা ইমরান হোসেনের কন্যা সামিয়া ইসলাম মীম।

সমাবেশের  প্রধান বক্তা  যুবদলের  কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, ‘‘জনগণ এ সরকারকে আর চায় না। তাই দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’’ 

ঢাকা/এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়