ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘৫৩ বছর বহু নেতা দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখিনি’

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০১, ২৪ মে ২০২৫   আপডেট: ২২:০৩, ২৪ মে ২০২৫
‘৫৩ বছর বহু নেতা দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখিনি’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন, ‘‘গত ৫৩ বছর বহু নেতা দেখেছি। কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন দেখিনি।’’

তিনি বলেন, ‘‘আমরা আমাদের পরিবর্তন চাই। আমরা কোনো ভাইয়ের রাজনীতি (ব্যক্তি রাজনীতি) দেখতে চাই না। আমরা কাজ চাই, উন্নয়ন চাই।’’

শনিবার (২৪ মে) বিকেলে এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার দলীয় কার্যালয়ে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আতিক মুজাহিদ বলেন, ‘‘আপনি কোন দল করেন সেটা আমাদের দেখার বিষয় নয়। আমরা কুড়িগ্রামের উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।’’

তিনি বলেন, ‘‘কুড়িগ্রামে ভুটানিজ অর্থনৈতিক অঞ্চল ও টেক্সটাইল মিল চালু করে কুড়িগ্রামের মানুষকে কাজ দিতে হবে। কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পদে স্থানীয় জনবল নিয়োগ দিতে হবে। নদী ভাঙন চিরতরে দূর করতে হবে। আমরা আর ত্রাণ চাই না, ত্রাণকে দূরে ছুঁড়ে দিতে চাই।’’

ঢাকা/সৈকত/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়