ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২৫ মে ২০২৫   আপডেট: ১০:০১, ২৫ মে ২০২৫
ফরিদপুরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

নিহত কাইয়ুম হাওলাদার (ফাইল ফটো)

ফরিদপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের কাস্তের আঘাতে আহত ছোট ভাই কাইয়ুম হাওলাদার (২০) মারা গেছেন। 

শনিবার (২৪ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত কাইয়ুম ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে। তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে একটি চায়ের দোকান চালাতেন।

নিহতের বড় মামা মিঠু মিয়া জানান, সম্প্রতি কাইয়ুমকে বিদেশ যাওয়ার জন্য তার বাবা-মা পাঁচ লাখ টাকা দিয়েছিলেন। এই টাকা নিয়ে বড় ভাই রহিম হাওলাদারের সঙ্গে পরিবারে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার (২২ মে) রাতে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কাতর্কি চরমে পৌঁছলে রহিম ধারালো কাস্তে দিয়ে কাইয়ুমের পেটে আঘাত করে। গুরুতর জখম কাইয়ুমকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে শনিবার দুপুরে তিনি মারা যান।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

ঢাকা/তামিম/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়