ত্রিশালে নজরুল জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে বর্ণাঢ্য র্যালি
প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কবির বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ মে) সকালে ত্রিশাল প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে নজরুল একাডেমি মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ ছাড়া স্থানীয় প্রশাসনের আয়োজনে কবি নজরুলের ১২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল একাডেমি মাঠে তিনদিনব্যাপী আলোচনা ও মেলার আয়োজন করা হয়েছে। জন্মজয়ন্তীকে ঘিরে সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে।
ঢাকা/মিলন/টিপু