ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৫ কেজির কোরাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৭, ২৬ মে ২০২৫   আপডেট: ১২:১৮, ২৬ মে ২০২৫
২৫ কেজির কোরাল বিক্রি হলো ২৬ হাজার টাকায়

২৫ কেজি ওজনের কোরাল মাছ

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে এক জেলের জালে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে। পরে মাছটি আড়তে নিয়ে ২৬ হাজার ৫০০ টাকায় বিক্রয় করা হয়।

রবিবার (২৫ মে) রাতে উপজেলার চরবগুলা ঘাটে মাছটি বিক্রি করা হয়। এর আগে, একই দিন বিকেলে উপজেলার চরকিং চরবগুলা গ্রামের আশরাফ মাঝির জালে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায়।

২৫ কেজি ওজনের কোরাল মাছ

স্থানীয়রা জানান, বিকেলের দিকে জেলে আশরাফ মাঝির জালে বড় কোরাল মাছটি ধরা পড়ে। উপরে আনার পর মাছটির ওজন করা হলে ২৫ কেজি হয়। মাছটি চরবগুলা ঘাটের মৎস্য আড়তে মনির মেম্বারের দোকানে আনা হয়। পরে তিনি প্রতি কেজি ১ হাজার ৬০ টাকা হিসেবে ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

আশরাফ মাঝি বলেন, ‘‘জেলেদের নিয়ে আমি বিকেলে মেঘনায় মাছ ধরতে যাই। সেখানে আগে থেকে নদীতে পাতানো জাল তুলতে গিয়ে জালে কোনো বড় মাছ আটকা পড়েছে টের পাই। জাল তুলতেই কোরাল মাছটি দেখতে পাই।’’ 

ঢাকা/সুজন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়