ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মামলায় সাক্ষ্য দেওয়ায় কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২৬ মে ২০২৫  
মামলায় সাক্ষ্য দেওয়ায় কুপিয়ে হত্যা, যুবক গ্রেপ্তার

মামলায় সাক্ষ্য দেওয়ায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামে জিললু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মামলার আসামি জাহাঙ্গীর মিয়া। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত বাথরুম থেকে জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করেছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কালিকাপুর গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (৩২) ও তার চাচাতো ভাই নজরুল মিয়ার মধ্যে ঝগড়া হয়। ঝগড়াকে কেন্দ্র করে নজরুল মিয়া একই গ্রামের মৃত আলী মিয়ার ছেলে জিললু মিয়াকে (৬০) সাক্ষী করে আদালতে মামলা দায়ের করেন। এতে জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে রোববার দিবাগত রাত প্রায় ২টার দিকে জিললু মিয়াকে ডেকে ঘর থেকে বের করে পরিবারের সদস্যদের সামনেই দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। 

খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান। অপরদিকে, পুলিশ ও স্থানীয়রা অভিযান চালিয়ে সোমবার সকাল ৮টার দিকে একটি পরিত্যক্ত বাথরুম থেকে জাহাঙ্গীরকে আটক করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লা আল মামুন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়