ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৫, ২৬ মে ২০২৫   আপডেট: ১৬:৩৯, ২৬ মে ২০২৫
ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে ছুরিকাঘাতের অভিযোগ

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াসকে সোমবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর শাখার সদস্য সচিব আল নূর মোহাম্মদ আয়াস (২৫) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৬ মে) সকাল ১১টার দিকে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে এলাকায় তার ওপর হামলা হয়।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তাকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেনি। সম্ভবত কয়েকজন মিলে মারধর করেছে।”

আরো পড়ুন:

আহত আয়াস জানান, নেত্রকোণার শ্যামগঞ্জ থেকে ময়মনসিংহ পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে ৪-৫ জন সন্ত্রাসী তাকে ঘিরে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকে। এক পর্যায়ে তারা তাকে ছুরি দিয়ে আঘাত করে। মাথা, পা এবং শরীরে ছুরির আঘাত লাগে। পরে সন্ত্রাসীরা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় আয়াস তার পরিচিতজনদের ফোন করেন। পরে স্থানীয় লোকদের সহায়তায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

হামলাকারী কাউকে চেনেন না বলে জানান আয়াস। তার ভাষ্য, বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙচুরের পর থেকেই তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল। এ ঘটনার পর তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। বর্তমানে আয়াস ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব আলী হোসেন বলেন, “আমাদের আন্দোলনে আওয়ামী লীগের মতো সরকারের পতন হয়েছে। আওয়ামী লীগ ও তাদের দোসরদের মূল টার্গেট আমরা। যে কারণে আয়াসের ওপর আজকের হামলা।” 

তিনি আরো বলেন, “প্রশাসন কঠোর না হলে এসব হামলা আরো বাড়তে থাকবে। আমরা চাই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত যেন গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়।”

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিব হাসান বেলাল বলেন, “আয়াসের মাথা, পেট এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। তবে, অবস্থা খুব গুরুতর নয়। রিপোর্ট হাত পেলেই বলা যাবে, কতটুকু গুরুতর। সঠিক চিকিৎসা শেষে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।”

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, প্রত্যক্ষদর্শী এবং ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি প্রশাসন সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে কাজ করছে।”

ঢাকা/মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়