ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় ছুরিকাহত যুবকের মৃত্যু, অভিযুক্ত আটক

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩২, ২৬ মে ২০২৫  
পাবনায় ছুরিকাহত যুবকের মৃত্যু, অভিযুক্ত আটক

ফাইল ফটো

পাবনায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত রনি মণ্ডল (২৪) মারা গেছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইমন হোসেনকে (২৭) আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রনি। রবিবার (২৫ মে) রাত ১২টার দিকে পাবনা সদর উপজেলার লঞ্চঘাট এলাকায় তাকে ছুরিকাঘাত করা হয়।

আরো পড়ুন:

নিহত রনি সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর-আশুতোষপুর লঞ্চঘাট পশ্চিমপাড়া এলাকার জাহাঙ্গীর মণ্ডলের ছেলে। আটক ইমন একই উপজেলার চর কোষাখালী লঞ্চঘাট এলাকার শুকুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রনি এবং ইমনের মধ্যে বিরোধ চলছিল। গতকাল রবিবার রাতে লঞ্চ ঘাট এলাকায় ইমন কৌশলে রনিকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা রনিকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থা অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেলে পাঠান চিকিৎসক। আজ সোমবার সেখানে রনি মারা যান।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, “ঘটনার পর রাতেই অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। রনিকে কেন ছুরিকাঘাত করা হয়েছে, এর সঙ্গে কী বিষয় জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্য পাওয়া গেছে পূর্ব কোনো বিরোধ ছিল।”

তিনি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মরদেহ পাবনায় আসবে। এরপর আমরা আইনগত প্রক্রিয়া গ্রহণ করব। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।”

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়