ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদকের টাকা না পেয়ে মারধরে মায়ের মৃত্যু, ছেলে পলাতক

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ২৭ মে ২০২৫  
মাদকের টাকা না পেয়ে মারধরে মায়ের মৃত্যু, ছেলে পলাতক

সাভারের আশুলিয়ায় নেশাগ্রস্ত ছেলেকে টাকা না দেয়ায় মা সুফিয়া খাতুনকে (৬২) মারধরের করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে আওলাদ হোসেন (৩২) পলাতক রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এর আগে রাতে সাভারের আশুলিয়ার শিমুলিয়ায় এ হত্যাকাণ্ড ঘটে।

আরো পড়ুন:

নিহত সুফিয়া খাতুন উপজেলার আশুলিয়া থানার ভাটিয়াকান্দি গ্রামের নেহাজ্জুদ্দিনের মেয়ে।

স্থানীয়রা জানান, আওলাদ মাদক সেবন করেন। তিনি সোমবার (২৬ মে) দুপুর থেকে তার মায়ের কাছে মাদক সেবনের জন্য টাকা চেয়ে আসছিলেন। ঈদের আগে টাকা দিতে পারবে না বলে জানিয়ে দেন সুফিয়া খাতুন। এতে আওলাদ নেশার টাকা না পেয়ে রাতে তার মাকে মারধর করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আশুলিয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন বলেন, মরদেহ ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে রয়েছে এবং ধামরাই থানা পুলিশ নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে। 

ঢাকা/সাব্বির/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়