খুলনায় ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক নেতাসহ গুলিবিদ্ধ ৩
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

খুলনা মহানগরীর খালিশপুর ও দৌলতপুর থানার সীমান্তর্বী এলাকা কাশিপুর মোড়ে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেনসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (২৭ মে) বিকেল পৌনে ৪টার দিকে ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে এ হামলার কারণ জানা যায়নি। ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেছে।
আহত ফরহাদ হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের খুলনা মহানগরীর ৭ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সদস্য। তার বাবার নাম মৃত. আকমান শেখ।
আহত অন্যরা হলেন- ফরহাদ হোসেনের ব্যক্তিগত গাড়ি চালক মো. মনিরুল ইসলাম এবং ম্যানেজার মো. সোহেল।
আহত গাড়িচালক মনিরুল ইসলাম জানান, আজ মঙ্গলবার বিকেলে যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে গাড়ি নিয়ে বের হচ্ছিলেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান প্রথমে তাদের গাড়ির গতিরোধ করে। পিকআপ ভ্যানে থাকা এক ব্যক্তি তাদের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে।
এসময় পিকআপ ভ্যানের পেছনে আসা তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন মাস্ক পরিহিত অস্ত্রধারীও গুলি ছুড়তে শুরু করে। তিনি গাড়িটি ব্যাক গিয়ারে চালাতে শুরু করেন। মোটরসাইকেলে থাকা অন্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে এক কিলোমিটার ধাওয়া করেন।
তিনি আরো জানান, অস্ত্রধারীরা প্রায় ২০-২৫ রাউন্ড গুলি ছোড়ে। পরে তিনি গাড়িটি শেখ ফরহাদের বাড়ির মধ্যে প্রবেশ করান। এক পর্যায়ে অস্ত্রধারীরা চলে গেলে তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান।
এ ঘটনায় শেখ ফরহাদ হোসেনের বাম কানে গুলি লাগে। তার গাড়ি চালক মো. মনিরুল ইসলাম বাম হাতে এবং ম্যানেজার মো. সোহেল পিঠে গুলিবিদ্ধ হন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, “সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ৫-৬টি গুলি করে। এ ঘটনায় ফরহাদ হোসেন, তার গাড়ি চালক মো. মনিরুল ইসলাম এবং ম্যানেজার মো. সোহেল আহত হন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছি। তদন্ত করছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”
ঢাকা/নূরুজ্জামান/মাসুদ