ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাল বিতরণে টাকা আদায়: ৮ ইউপি সদস্য কারাগারে

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৪, ২৭ মে ২০২৫  
চাল বিতরণে টাকা আদায়: ৮ ইউপি সদস্য কারাগারে

পঞ্চগড়ে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের আওতাধীন দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির চাল বিতরণে টাকা নেয়ার অভিযোগে আট ইউনিয়ন পরিষদ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ১১ জন ইউপি সদস্যের মধ্যে তিন নারী সদস্য জামিন পেয়েছেন। 

মঙ্গলবার (২৭ মে) বিকেলে পঞ্চগড়ের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের তোলা হলে বিচারক নাহিদ আকতার জুলিয়েট এ আদেশ দেন। 

আরো পড়ুন:

পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সুফী এ তথ্যটি নিশ্চিত করেছেন। এ ঘটনায় কেউ বাদী না হওয়ায় বোদা থানা পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

জেলহাজতে যাওয়া পুরুষ ইউপি সদস্যরা হলেন, বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মামুন ইসলাম, ১ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য হামিজ উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য প্রিয় নাথ রায়, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য সুনীল চন্দ্র রায়, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য দাহির উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য খাদিমুল ইসলাম এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম। 

জামিনপ্রাপ্ত তিন নারী সদস্য হলেন, ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শেফালী রাণী; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য বিলকিস বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুপালী বেগম।

আদালত সূত্রে জানা গেছে, অভিযুক্তদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়। যদিও এখনো তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি। একটি সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তাদের আদালতে পাঠানো হয়। বিষয়টি দুদকের তফসিলভুক্ত হওয়ায় অভিযোগপত্রসহ জিডির অনুলিপি দুর্নীতি দমন কমিশনের ঠাকুরগাঁও সমন্বিত কার্যালয়ে পাঠানো হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ভিডাব্লিউবি কর্মসূচির চাল বিতরণের অনিয়মের ঘটনায় কেউ বাদী হয়ে মামলা না করায়  মঙ্গলবার বিকেলে ৫৪ ধারায় তাদের আদালতে তোলা হয়। পরে আদালত তিন নারী সদস্যকে জামিন ও আট পুরুষ সদস্যকে জেলহাজতে পাঠান।

পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আদম সূফী জানান, এই ১১ ইউপি সদস্যর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করবে। 

সোমবার (২৬ মে) দিনব্যাপী বোদা উপজেলার ইউনিয়নে দরিদ্র ও অসহায় নারীদের জন্য সরকারের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কর্মসূচির ২৫৮ জন উপকারভোগীর মাঝে চাল বিতরণ করা হচ্ছিল। এ সময় উপকারভোগীদের কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা আদায় করছিলেন ইউপি সদস্যরা। পরে স্থানীয়রা বিকেলে তাদের ইউনিয়ন পরিষদ হলরুমে আটকে রেখে সেনাবাহিনীকে খবর দেয়। পরে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এ সময় অভিযোগের প্রমাণ পাওয়ায় এই ১১ ইউপি সদস্যকে আটক করে সেনাবাহিনী। একইসঙ্গে আদায় করা নগদ ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। 
 

ঢাকা/নাঈম/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়