ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় বেসিকো চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ২৮ মে ২০২৫  
খুলনায় বেসিকো চালুর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ওজো পাডিকোর সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিক-কর্মচারিরা

বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেড- বেসিকোর ছুটিতে পাঠানো শ্রমিকদের পুনর্বহাল করে কারখানা চালু ও দ্রুত সময়ের মধ্যে স্বতন্ত্র এমডি নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (২৮ মে) ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ওজোপাডিকোর সামনে বেসিকো রক্ষা কমিটির ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। 

এতে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়কারী ফায়জুল হক শিমুল, মুখপাত্র জাহিদুল ইসলাম ও রাজিবুল ইসলাম। তারা ঈদের আগেই বাংলাদেশের প্রথম প্রি-পেইড মিটার তৈরি কারখানাটি চালুর দাবি জানান।

সংগঠনের সমন্বয়কারী ফায়জুল হক শিমুল বলেন, “কোন ধরনের কারণ দর্শানো ছাড়াই গত ১৫ মে রাতে নোটিশ দিয়ে বেসিকোর সব শ্রমিককে ছুটিতে পাঠায় কর্তৃপক্ষ। এর প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় ওজোপাডিকো ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়