ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরানীগঞ্জে ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ২৯ মে ২০২৫   আপডেট: ১২:১৩, ২৯ মে ২০২৫
কেরানীগঞ্জে ধর্ষণ মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

আসামি মো. মোহন মিয়া

ঢাকার কেরানীগঞ্জে মো. মোহন মিয়া (৩৫) নামে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। 

বুধবার (২৮ মে) তাকে কেরানীগঞ্জ মডেল থানার নজরগঞ্জ এলাকায় ঈদগাহ মাঠের পাশে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র‍্যাব-১০ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার। 

তিনি জানান, মোহন মিয়া গত ২০১০ সালের ৭ অক্টোবর ভিকটিম (২৯) এর সাথে পঞ্চাশ হাজার টাকা দেনমোহরে  কাবিনমূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিবাহের পর স্বামী-স্ত্রী পরিবারের সাথে রাজধানীর শনির আখড়াতে বসবাস করতেন। একপর্যায়ে স্ত্রী ও তার পরিবারের সহযোগীতায় মোহন প্রথমে ইরাকে ও পরবর্তীতে গ্রিসে যায়। 

এ বছরের ৭ ফেব্রুয়ারি মোহন দেশে ফিরে তাদের বর্তমান ঠিকানায় বসবাস শুরু করেন। মোহন গোপনে তার স্ত্রীকে তালাক দেয়। তালাকের বিষয়টি গোপন রেখে একই সঙ্গে বসবাস করতে থাকে। গত ১ মার্চ তালাকের নোটিশের ছবি স্ত্রীকে দেখায়। 

পরবর্তীতে স্ত্রী ও তার পরিবারের লোকজন মোহনের কাছে তালাকের কারণ জানতে চান। কিন্তু মোহন কোনো কারণ না বলে স্ত্রীকে মারধর করে এক কাপড়ে ঘর থেকে বের করে দেয়। পরবর্তীতে স্ত্রীর পরিবার ঢাকার যাত্রাবাড়ী থানায় ২২ মে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বুধবার গোপন সংবাদে কেরানীগঞ্জের নজরগঞ্জ বটতলা ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে মোহনকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট  থানায় হস্তান্তর করা হয়।

ঢাকা/শিপন/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়