ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি এড়াতে মাইকিং

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৩, ৩০ মে ২০২৫  
খাগড়াছড়িতে পাহাড় ধসের ঝুঁকি এড়াতে মাইকিং

প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে

খাগড়াছড়ি জেলায় পাহাড় ধসের সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সচেতনতামূলক কার্যক্রম ও সরেজমিন পরিদর্শন কার্যক্রম জোরদার করেছে জেলা প্রশাসন। 

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহরের শালবন, কলাবাগানসহ বিভিন্ন পাহাড়ি এলাকা ঘুরে দেখে একটি টিম। সেসময় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হয়।

পরিদর্শনকালে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। তিনি সবাইকে অনুরোধ করেন যেন ঝুঁকিপূর্ণ স্থানে কেউ বসবাস না করেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যান। 

জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন শহরের বিভিন্ন স্থানে মাইকিং ও সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি।

অভিযানে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, সহকারী কমিশনাররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট হাসান মারুফ জানান, স্থানীয় বাসিন্দাদের মাঝে সচেতনতা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ঢাকা/রূপায়ন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়