ঢাকা     শুক্রবার   ১১ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৭ ১৪৩২

২ দিনের রিমান্ড শেষ, ফের আদালতে মমতাজ

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৮, ৩০ মে ২০২৫   আপডেট: ১৫:৫৬, ৩০ মে ২০২৫
২ দিনের রিমান্ড শেষ, ফের আদালতে মমতাজ

কড়া নিরাপত্তায় মমতাজকে আদালতে নেওয়া হয়

মানিকগঞ্জের হরিরামপুর থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুই দিনের রিমান্ড শেষে পুলিশি কড়া নিরাপত্তায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে। 

শুক্রবার (৩০ মে) সকালে সাড়ে ১১ টার দিকে মানিকগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় মমতাজকে। মামলার শুনানি শেষে জামিন না মুঞ্জুর করে সিংগাইর থানায় হত্যা মামলায় মমতাজকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত।

আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিশ। তবে আজকে মমতাজকে আদালতে আনা হলে আগের দুই দিনের মত বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আদালত চত্বরে দেখা যায়নি।

কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, মমতাজ বেগমকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়। আদালতে বিচারক হরিরামপুর থানার মামলার শুনানি শেষে জামিন না মঞুজর করে সিংগাইর থানার হত্যা মামলায় পুনরায় তাকে চার দিনের রিমান্ডে পাঠানো নির্দেশ দেন আদালতের বিচারক।

উল্লেখ্য, ২০১৩ সালের হরতালের দিন সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতাল-সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। প্রায় এক যুগ পর চলতি বছরের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

ঢাকা/চন্দন/এস


সর্বশেষ

পাঠকপ্রিয়