ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চালক-হেলপারকে বেঁধে ২০ লাখ টাকার তেলসহ ট্রাক ছিনতাই

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ৩০ মে ২০২৫   আপডেট: ১৮:৫৭, ৩০ মে ২০২৫
চালক-হেলপারকে বেঁধে ২০ লাখ টাকার তেলসহ ট্রাক ছিনতাই

ফাইল ফটো

টাঙ্গাইলের মির্জাপুরে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ৬০ ড্রাম পামওয়েল তেলসহ একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাতে উপজেলার নাসির গ্লাস কারখানা সংলগ্ন এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। এসময় চালক ও হেলপারকে মারধর করে আহত করা হয়েছে বলে অভিযোগ।

আরো পড়ুন:

আহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার আলাউদ্দিনের ছেলে ও ট্রাকচালক আল-আমিন এবং একই এলাকার বাবু মিয়ার ছেলে ট্রাকটির হেলপার টিটু।

চালক আল আমিন জানান, বৃহস্পতিবার আয়াত এন্টারপ্রাইজের একটি ট্রাকে ৬০ ড্রাম পামওয়েল তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়ার উদ্দেশে রওনা দেন তারা। রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের নাসির গ্লাস কারখানা সংলগ্ন ব্রিজে ওঠার পর একদল ছিনতাইকারী ট্রাকটির গতিরোধ করে। পরে তারা ট্রাকে উঠে চালক ও হেলপারের হাত-পা বেঁধে ট্রাকটি নিয়ন্ত্রণে নেয়। এরপর মহাসড়কের একটি জায়গায় তাদের ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ট্রাকের মালিক সনি বলেন, ‘‘রাতেই চালক ফোনে বিষয়টি জানিয়েছে। ট্রাকে ৬০ ড্রামে ১১ হাজার ৪০০ কেজি পামওয়েল তেল ছিল। যার দাম প্রায় ২০ লাখ টাকা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।’’

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, ‘‘ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধারে অভিযান শুরু হয়েছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়