‘পল্লী বিদ্যুৎ ও আরইবির সম্পর্ক কী হবে, তা নিয়ে আলোচনা হবে’
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “আগামীকালই একটি সভা হবে। পল্লী বিদ্যুৎ ও আরইবির সম্পর্ক কী হবে, তা নিয়ে আলোচনা হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামীকাল চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করবে। ওই প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর আমরা ব্যবস্থা নেব।”
শনিবার (৩১ মে) সকালে আশুলিয়ায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে গিয়ে তিনি এই তথ্য জানান।
মিছিলে-সমাবেশে সমস্যার সমাধান নয় বরং তা আরও জটিল করে তোলে মন্তব্য করে উপদেষ্টা বলেন, “বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি এবং এগুলো দ্রুত সমাধান করা হবে। মিছিল-মিটিং করে কোনো লাভ নেই। এগুলো করলে শুধু ক্ষতিই হয়। আগেও প্রায় ২৬-২৭টি স্থানে আন্দোলনকারীরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিলেন। তারা ভেবেছিল এতে ভাল হবে। কিন্তু এটি ছিল নাশকতামূলক কাজ। সে কারণে সরকার বাধ্য হয়েছে কিছু ব্যবস্থা নিতে।”
এদিকে, শিল্প কলকারখানায় গ্যাস সংকট কাটাতে আজ শনিবার থেকেই সরবরাহ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কার্যালয় পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি বলেন, “আরও দুয়েকদিন আগেই সমস্যা সমাধান করা সম্ভব হতো। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় জাহাজ থেকে গ্যাস মূল সঞ্চালন লাইনে পাঠানো সম্ভব হয়নি। এখন সে সমস্যা সমাধান হয়েছে। আজ থেকেই গ্যাস সরবরাহ বাড়বে। ইতোমধ্যে ৫০ এমএমসিএফডি সরবরাহ বেড়েছে, আরও এক থেকে দেড়শ’ এমএমসিএফডি বাড়বে।”
পরিদর্শন কার্যক্রম সম্পর্কে ফাওজুল কবির বলেন, “শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সরেজমিনে দেখার জন্যই আমরা এসেছি। প্রথমে আমরা বেপজায় যাব, সেখানকার পরিস্থিতি দেখব। এরপর চন্দ্রা, মির্জাপুর, কালিয়াকৈর, ভালুকা হয়ে পরে টঙ্গী এলাকার শিল্প কারখানাগুলোর বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করব।”
এসময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপদেষ্টার সঙ্গে ছিলেন।
ঢাকা/সাব্বির/এস