সিলেটে টিলা ধসে ২ সন্তানসহ মা-বাবার মৃত্যু
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারী বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের চার জন নিহত হয়েছেন।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় টিলা ধসে বাবা-মা ও দুই সন্তানসহ একই পরিবারের চার জনের মৃত্যু হয়েছে। চার জনের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজন নিখোঁজ রয়েছেন।
রবিবার (১ জুন) ভোর সাড়ে ৫টায় তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ। নিহত চারজন হলেন- গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার রিয়াজ উদ্দিন (৫০), সামিয়া খাতুন (১৫), আব্বাস উদ্দিন(১৩)। রিয়াজ উদ্দিনের স্ত্রী রহিমা বেগম এখনো নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধার কাজ চলছে।
স্থানীয়দের বরাত দিয়ে গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, “ভোর সাড়ে ৫টার দিকে ফায়ার সার্ভিসের টিম, সেনাবাহিনী, পুলিশসহ ও স্থানীয় মানুষের সহযোগিতায় চার জনের মধ্যে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারের কাজ চলমান রয়েছে।”
এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের বখতিয়ারঘাট এলাকায় ভারি বৃষ্টির কারণে হঠাৎ একটি পুরনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত রিয়াজ উদ্দিনের ঘরের ওপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা রিয়াজ উদ্দিনসহ চারজন মাটিচাপা পড়েন।
চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়র সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনার প্রায় তিন ঘণ্টা পর সেখানে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।
ঢাকা/নূর/ইভা/এস