৭ দিন পর সেন্টমার্টিন-টেকনাফ নৌরুটে ট্রলার চলাচল শুরু
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বৈরী আবহাওয়ার কারণে সাতদিন বন্ধ থাকার পর কক্সবাজারের সেন্টমার্টিন-টেকনাফ নৌ রুটে ট্রলার চলাচল শুরু হয়েছে।
রবিবার (১ জুন) সকাল থেকে এ রুটে যাত্রী ও পণ্যবাহী ট্রলার চলাচলের অনুমতি দিয়েছে উপজেলা প্রশাসন।
গত ২৫ মে বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে সাগর উত্তাল হয়ে ওঠায় দুর্ঘটনা এড়াতে এ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে প্রশাসন। আবহাওয়া পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আজ থেকে ট্রলার চলাচলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
সেন্টমার্টিন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, “দ্বীপের অধিকাংশ বাসিন্দার এখন আয়-রোজগার নেই। বৈরী আবহাওয়ায় নৌ যোগাযোগ বন্ধ থাকলে খাদ্য এবং ওষুধ সংকট দেখা দেয়। ট্রলার চলাচল শুরুর মাধ্যমে কিছুটা স্বস্তি ফিরেছে।”
সেন্টমার্টিনের বাসিন্দা আলমগীর হোসেন আকাশ জানান, “গভীর নিম্নচাপের সময় সাগরের পানি গ্রামে ঢুকেছিল। তখন সঠিকভাবে চিকিৎসাসেবা পাওয়া যায়নি। কোস্টগার্ড ও নৌবাহিনী প্রাথমিক চিকিৎসা দিয়ে সহায়তা করেছে।”
টেকনাফ-সেন্টমার্টিন নৌ রুটের সার্ভিস বোট অ্যাসোসিয়েশনের সভাপতি রশিদ আহমদ বলেন, “আজ ছয়টি সার্ভিস ট্রলার টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে দুটি ট্রলার নিত্যপণ্য বহন করছে।”
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “দ্বীপে খাদ্য সংকট মোকাবিলায় চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পাঠানো হয়েছে। পরিস্থিতি অনুযায়ী আরো সহায়তা পাঠানো হবে।”
ঢাকা/তারেকুর/মাসুদ