৪ লাখ টাকার অবৈধ কাঠসহ ট্রাক আটক
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২২:৪১, ১ জুন ২০২৫
আপডেট: ২২:৪৩, ১ জুন ২০২৫

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নাজিরহাট এলাকায় বিপুল পরিমাণ অবৈধ কাঠসহ একটি ট্রাক আটক করেছে বন বিভাগের হাটহাজারী রেঞ্জ। আটককৃত কাঠের পরিমাণ ৩৫৯ ঘনফুট, যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।
রবিবার (১ জুন) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় বন বিভাগ। হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘কাগজপত্র বিহীন ৯১ টুকরা আকাশমণি কাঠ পাচারের সময় একটি ট্রাক আটক করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। এ ঘটনায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/রেজাউল/রাজীব