রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বোয়ালিয়া থানা (ফাইল ফটো)
রাজশাহীতে মাইক্রোবাসের ধাক্কায় মোস্তাফিজুর রহমান সুমন (৪১) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ জুন) সকালে নগরের বিসিক এলাকায় তিনি মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মোস্তাফিজুর রহমান সপুরা মিয়াপাড়া এলাকার শহিদুর রহমানের ছেলে।
নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, মোস্তাফিজুর রহমান ভ্যানে করে বেকারি পণ্য দোকানে দোকানে সরবরাহ করেন। সকালে এ কাজের জন্য ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি। একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিলে মোস্তাফিজুর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, এ ঘটনায় স্বজনেরা মামলা করতে চান না। তাই একটি অপমৃত্যুর মামলা করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/কেয়া/টিপু