ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাভারে ৩ মহাসড়কে চাপ বাড়ছে

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৪ জুন ২০২৫   আপডেট: ১৩:৪৮, ৪ জুন ২০২৫
সাভারে ৩ মহাসড়কে চাপ বাড়ছে

ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তিন মহাসড়কে বাড়ছে গাড়ির চাপ। ফলে, মহাসড়কের কয়েকটি পয়েন্টে গাড়ির ধীরগতির সৃষ্টি হয়েছে। তবে, কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।

এদিকে, ঘরমুখো মানুষদের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে।

আরো পড়ুন:

সাভার হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা, আব্দুল্লাহপুর-বাইপাইল ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে পুলিশের একাধিক টিম কাজ করছে। সড়কে এখনো কোনো যানজট হয়নি। তবে, যাত্রী ও পরিবহনের চাপ বাড়ছে।

গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে, কোথাও কোনো যানজট হয়নি।

বুধবার (৪ জুন) সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের বারবাড়িয়া, কালামপুর, ধামরাই, নবীনগর, রেডিও কলোনী, সাভার বাসস্ট্যান্ড, হেমায়েতপুর, আমিনবাজার ও আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের আশুলিয়া, জামগড়া, ইউনিক এলাকা এবং নবীনগর-চন্দ্রা সড়কের বাইপাইল, জিরানি, চক্রবর্তীসহ বিভিন্ন এলাকায় ঘুরে কোথাও যানজটের চিত্র দেখা যায়নি। তবে, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে  জলাবদ্ধতা এবং এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলার কারণে যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।

ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর, সাভার বাসস্ট্যান্ড ও হেমায়েতপুর এলাকায় সার্ভিস লেনে কিছুটা ধীরগতি রয়েছে। তবে মূল লেনে কোনো যানজট নেই।

শিল্পাঞ্চল সংশ্লিষ্টরা বলছেন, দুপুরের পরে পোশাক কারখানা ছুটি হলে সড়কে যাত্রীর চাপ বৃদ্ধি পাবে। এরইমধ্যে অনেকে ঢাকা ত্যাগ করতে বের হয়েছেন। যে কারণে সড়কে যাত্রীর চাপ বেড়েছে।

সাভার হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ বলেন, “সাভারের মহাসড়কগুলোতে কোনো সমস্যা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গাড়ি স্বাভাবিক গতিতে চলছে। গাড়ির সংখ্যা বেড়েছে। আমরা প্রস্তুতি নিয়েছি, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পারে।”

গোলড়া হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার বলেন, ‍সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যানবাহনের চাপ বেড়েছে। যাত্রীর চাপ বেড়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা নেই। আমাদের একাধিক টিম সড়কে কাজ করছে।”

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়