ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে ট্রাকের ধাক্কায় ঝরল ৩ প্রাণ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৫ জুন ২০২৫   আপডেট: ০৯:২৫, ৫ জুন ২০২৫
শেরপুরে ট্রাকের ধাক্কায় ঝরল ৩ প্রাণ

শেরপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। তারা শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

বুধবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর শহরের মোবারকপুর মহল্লায় ঘটনাটি ঘটে। সদর থানার ওসি মো. জুবায়দুল আলম এ তথ্য জানান। 

আরো পড়ুন:

নিহতরা হলেন- সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগনীমুরা নামাপাড়া গ্রামের ইলিয়াস মেম্বারের ছেলে ইমরান (২০), একই গ্রামের বেলাল হোসেন ব্যাপারীর ছেলে আল আমিন (২২)। একজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীবরদীগামী ট্রাকের সামনে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

শেরপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আ. কাদের বলেন, ‍‍“আমরা ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান।”

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাদিম আনজুম সিয়াম বলেন, “চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক যুবক মারা যান। দুইজন চিকিৎসাধীন।”

ওসি জুবাইদুল আলম বলেন, “তিনজন মারা গেছেন। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

ঢাকা/তারিকুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়