ঢাকা     সোমবার   ১৪ জুলাই ২০২৫ ||  আষাঢ় ৩০ ১৪৩২

‘শিবিরকে জঙ্গি ও রাজাকার বলে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল’

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ১২ জুন ২০২৫   আপডেট: ২১:০৯, ১২ জুন ২০২৫
‘শিবিরকে জঙ্গি ও রাজাকার বলে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল’

ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারের ওসমানিয়া মাদরাসা অডিটোরিয়ামে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “ছাত্রশিবিরকে দীর্ঘদিন ধরে জঙ্গি, রগকাটা এবং রাজাকার আখ্যা দিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। শিবির একটি নৈতিক ও আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করছে।”

বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারের ওসমানিয়া মাদরাসা অডিটোরিয়ামে ফেনী জেলা শিবিরের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন।

জাহিদুল ইসলাম বলেন, “যখন পাঁচ-ছয়জন মিলে আলোচনা করতাম, তখন তা ‘জঙ্গি বৈঠক’ বলে প্রচার করা হতো। অথচ আমরা সমাজ ও আত্মশুদ্ধি নিয়ে আলাপ করতাম। এমনকি কোথাও বসতেও দেওয়া হয়নি আমাদের।”

আরো পড়ুন:

তিনি বলেন, “আজকের ছাত্রশিবির একটি নেয়ামত। আমাদের এতদিন শত্রু বানিয়ে তোলা হয়েছিল। সত্য বলার সাহস থাকলেই জুলুম নামে। যারা ইসলামী চিন্তাকে ভয় পায়, তারাই আমাদের বিপরীতে ষড়যন্ত্র করেছে।”

শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, “বিগত সময়ে অনেক ঈদ আমরা পরিবার থেকে দূরে কাটিয়েছি। কেউ কেউ বাবার জানাজাতেও যেতে পারেননি। শুধুমাত্র ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে প্রশাসনের নজরদারিতে থাকতে হয়েছে।”

তিনি দাবি করেন, “শুধু ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে ২৩৪ জন শহীদ হয়েছেন। গুম হয়েছেন অন্তত এক হাজার। অনেক ভাই আজও নিখোঁজ। আমাদের সাতজন ভাই কোথায় আছেন, আমরা জানি না। কেবল একটি অপরাধ—তারা শিবির করতেন। কারো চোখ উপড়ে ফেলা হয়েছে, কারো হাত-পা থেতলে দেওয়া হয়েছে, কেউ কারাগারে বছরের পর বছর অন্যায়ভাবে আটক ছিলেন।”

তিনি প্রশ্ন রাখেন, “এই রাষ্ট্র কি আমাদের সন্তানদের ফিরিয়ে দেবে? নিখোঁজ সাত ভাইয়ের মায়েরা আজো ছেলের মুখ দেখার আশায় প্রহর গুনছে। আমরা প্রশাসনের কাছে গেছি, মিডিয়ায় গেছি—তবু কোনো সন্ধান মেলেনি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি ইমাম হোসেন আরমান। বক্তব্য দেন জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, উপজেলা আমির মোহাম্মদ মোস্তফা, সহকারী সেক্রেটারি বেলায়েত হোসেন, শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক প্রচার সম্পাদক খালেদ মাহমুদ ও সাবেক এইচআরডি সম্পাদক শরিফুল ইসলাম।

এদিন ফেনী সরকারি কলেজ প্রাঙ্গণে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রকল্যাণ ও সমাজসেবা সম্পাদক ডা. রিজওয়ানুল হক, শহর সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি শফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়