ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিখোঁজের দুদিন পর যমুনায় ভেসে উঠল শিক্ষার্থীর মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১৩ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৮, ১৩ জুন ২০২৫
নিখোঁজের দুদিন পর যমুনায় ভেসে উঠল শিক্ষার্থীর মরদেহ

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজের দুদিন পর মেরাজুল ইসলাম তমাল (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলার মেঘাই ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে, বুধবার বিকেলে নিখোঁজ হন তিনি।

নিহত তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার পরিবারের সঙ্গে যমুনা নদীর মেঘাই ঘাটে বেড়াতে আসেন তমাল। সে সময় পরিবারের দুই সদস্যের সঙ্গে গোসলে নামেন তিনি। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তমাল তলিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

কাজীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম বলেন, ‘‘নিখোঁজের দিন রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়েছিল। কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি তারা। শুক্রবার হঠাৎ নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/রাসেল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়