ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে পরিবহনের জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ১৪ জুন ২০২৫  
গোপালগঞ্জে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে পরিবহনের জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীদের কাছ থেকে সরকারি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে চার যাত্রীবাহী বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ জুন) রাতে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর বাসস্ট্যান্ডে এ অভিযান চালায় যৌথবাহিনী।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল জানান, ঈদে রাজধানীতে ফেরা মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভারা আদায় করছিল পরিবহগুলো। এসময় যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে অভিযান চালায় যৌথবাহিনী। পরে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নড়াইল এক্সপ্রেসের দুটি বাস, নড়াইল স্টার এক্সপ্রেস এবং আনন্দ পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করে ১২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল। 

পরে যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়া হয়।

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়