ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন আ.লীগ নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৪, ১৪ জুন ২০২৫  
সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিলেন আ.লীগ নেতা

কামরুজ্জামান কামাল জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন তিনি

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক পদ ত্যাগ করেছেন কামরুজ্জামান কামাল।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষনা দেন তিনি।

কামরুজ্জামান কামাল লিখিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক পদে আছেন তিনি। হৃদরোগসহ নানা শারীরিক সমস্যার কারণে তার পক্ষে আর রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়।

কামরুজ্জামান কামাল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন তিনি। তাই, তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের পদ ত্যাগ করছেন। আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো তিনি রাজনীতি করবেন না।

ঢাকা/বাদল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়