ঢাকা     বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৬ ১৪৩২

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনে জরিমানা

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৬:৩৩, ১৪ জুন ২০২৫
টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনে জরিমানা

টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত ভাড়া নেয়া প্রায় ১৫ হাজার টাকা যাত্রীদের ফেরত দেয়া হয়।

আজ শনিবার (১৪ জুন) দুপুরে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর জানান, ঈদের ছুটি শেষে টুঙ্গিপাড়ার ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন ৫০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৯০০ টাকা করে আদায় করছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান চালায় যৌথবাহিনী। পরে অভিযোগের সত্যতা পেয়ে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রীনলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেসকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন:

তিনি আরো বলেন, অভিযানের সময় অতিরিক্ত ভাড়া বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফিরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এ সময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়