ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ১৪ জুন ২০২৫  
রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রাজশাহীতে শিক্ষার্থী সাব্বির হত্যা মামলার আসামি বাদশা মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বাদশা মিয়া নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার বাসিন্দা। শনিবার (১৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘গত বছরের ২৭ জুলাই চন্দ্রিমা থানা এলাকায় টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত বিরোধের জেরে সাব্বির নামের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ মামলার পলাতক আসামি বাদশা মিয়া।’’

পুলিশের দাবি, বাদশা মিয়া এ হত্যাকাণ্ডের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাও ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাদশা মিয়াকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা/কেয়া/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়