ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিট সংকটে ঝালকাঠি সদর হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৩, ১৪ জুন ২০২৫  
কিট সংকটে ঝালকাঠি সদর হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ

ঝালকাঠির সদর হাসপাতালে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে কিছু রোগী আসলেও কিট সংকটের কারণে তাদের পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রোগীদের প্রাথমিক উপদেশ দিয়ে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করার পরামর্শ দেয়া হচ্ছে।

শনিবার (১৪ জুন) সকালে হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা শনাক্তে প্রয়োজনীয় কিটের ঘাটতি রয়েছে। এ অবস্থায় রোগীদের প্রয়োজনীয় পরামর্শ, পার্সোনাল হাইজিন কেয়ার এবং সংশ্লিষ্ট চিকিৎসা দিয়ে তাদের বাসায় আইসোলেশনে থাকতে বলা হচ্ছে।

আরো পড়ুন:

এ বিষয়ে সদর হাসপাতালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, ইতোমধ্যে ৫ হাজার র‌্যাপিড অ্যান্টিজেন কিটের চাহিদা পাঠানো হয়েছে। তারা আশা করছেন, এই কিট শিগগিরই সরবরাহ করা হবে। তখন কোভিড রোগ শনাক্তের কার্যক্রম আরো কার্যকরভাবে পরিচালনা করা যাবে।

ঝালকাঠি সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডা. আবুয়াল হাসান বলেন, তিন কক্ষ বিশিষ্ট ২০ শয্যার আইসোলেশন ইউনিট হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে। সেখানে পর্যাপ্ত সংখ্যক স্বাস্থ্যকর্মী, প্রশিক্ষিত নার্স ও ওয়ার্ড ইনচার্জসহ সংশ্লিষ্ট জনবল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে রোগী ভর্তি করিয়ে পুরোদমে চিকিৎসা দেয়া সম্ভব হবে।
 

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়