ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইউনূস-তারেকের বৈঠকে দেশে স্বস্তি এসেছে: আসাদুজ্জামান

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৪, ১৪ জুন ২০২৫  
ইউনূস-তারেকের বৈঠকে দেশে স্বস্তি এসেছে: আসাদুজ্জামান

লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকের ফলে এ দেশের মানুষ স্বস্তির নিশ্বাস ফেলেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ।

শনিবার (১৪ জুন) দুপুরে মাদারীপুরের ঝাউদি ইউনিয়নের ব্রাহ্মন্দী গ্রামে জেলা যুবদলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আরো পড়ুন:

আসাদুজ্জামান পলাশ বলেন, ‘১৩ জুনের আগে এ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন সংগ্রাম শুরু হয়েছিল। এ কারণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তারেক রহমান লন্ডনে বসে বৈঠক করেন। সেখানে ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একমত হয়ে সুনির্দিষ্টভাবে নির্বাচনী রোডম্যাপ দিয়েছেন। ফলে এপ্রিলের নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। সারা দেশে এখন শান্তির বাতাস বইছে।” 

সভায় সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মাদারীপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবিএম মাহামুদ আলম সরদার, জেলা কৃষকদলের আহ্বায়ক অলিউর রহমান দর্জি, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বিএম আরিফুর রহমান দুলাল। 

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়