ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৪ জুন ২০২৫   আপডেট: ১৯:৫৪, ১৪ জুন ২০২৫
সুনামগঞ্জে চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের

সুনামগঞ্জ সদর মডেল থানা

সুনামগঞ্জে চুরি করতে গিয়ে দায়ের কোপে সাইমুন হাসান রনি (২৭) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন।

শনিবার (১৪ জুন) সকালে জেলার মাইজবাড়ি পূর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাইমুন সদর উপজেলার কুরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মৃত সমুজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মধ্য রাতে মাইজবাড়ি পূর্বপাড়ার একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। ওই বাড়ির বাসিন্দারা গভীর রাতে টিন কাটার শব্দ শুনে তিনি ঘরের দরজার কাছে গিয়ে দেখেন, এক ব্যক্তি দরজা খুলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। সন্দেহবশত ঘরে থাকা দা নিয়ে তিনি অপেক্ষা করতে থাকেন।

দরজা ফাঁক করে যখন ওই ব্যক্তি ভিতরে হাত দিলে বাড়ির বাসিন্দা ইকাবাল তার হাতে দা দিয়ে কোপ দেন। এরপর লোকটি পালিয়ে যান। পরে শনিবার সকালে মাইজবাড়ি পুর্বপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তবে নিহতের বোন হোসনা বেগম বলেন, “আমার ভাই চোর ছিল না। তাকে একদম পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ( ক্রাইম) বলেন, “মাইজবাড়ি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি, চুরির সময় দা দিয়ে কোপ দেওয়ার পর ওই যুবকের মৃত্যু হয়।”

তিনি বলেন, “ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে। তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছে।”

ঢাকা/মনোয়ার/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়