সোনামসজিদ প্রাঙ্গণে টিকটক, কড়া সমালোচনা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সোনামসজিদের সামনে এভাবে নেচে গেয়ে টিকটক বানাচ্ছে উঠতি বয়সীরা
চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে নেচে গেয়ে ভিডিও ধারণ করছে উঠতি বয়সের কিশোর-কিশোরীরা। পরে তারা এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইন্সটাগ্রাম ও টিকটকে শেয়ার করছে। তাদের বানানো এসব ভিডিও দেখে কড়া সমালোচনা করছেন স্থানীয় ও সামাজিক যোগযোগমাধ্যম ব্যবহারকারীরা।
তারা বলছেন, উঠতি বয়সের ছেলে-মেয়ারা একেঅপরের হাত ধরে মসজিদ চত্বরে ভিডিও বানাচ্ছে যা মসজিদের আদবের বরখেলাপ। এ ঘটনায় জড়িতদের জবাবদিহিতার পাশাপাশি আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে অবস্থিত সোনামসজিদ। এটি দেশের অন্যতম প্রাচীন মসজিদগুলোর একটি। মসজিদটিকে ‘সুলতানি স্থাপত্যের রত্ন’ বলে আখ্যায়িত করা হয়।
মসজিদটির নির্মাণশৈলি দর্শনার্থীদের মুগ্ধ করে। ফলে দূর-দূরান্ত থেকে হোসেন-শাহ স্থাপত্য রীতিতে তৈরি মসজিদটি দেখতে আসেন সকল শ্রেণির মানুষ।
এ সুযোগেই মসজিদ প্রাঙ্গণে উঠতি বয়সের ছেলে-মেয়ারা বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় শেয়ার করছে। এসব ভিডিও দেখে নেটিজেনরা সমালোচনা করছেন। তবে আলাদাভাবে ভিডিও ধারণকারীদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সচেতন নাগরিকরা বলছেন, এটি ঐতিহ্যবাহী একটি মসজিদ। স্থাপত্যশৈলী, নয়নাভিরাম দৃশ্য এবং ঐতিহ্যবাহী মসজিদ হওয়ায় এখানে দূর-দূরান্ত থেকে নামাজ আদায় করতে আসেন অনেক মানুষ। এ ছাড়াও দর্শনার্থীরা এটি ঘুরে দেখেন এবং ছবি তোলেন। এটি অবশ্যই ইতিবাচক। তবে মসজিদের সামনে নাচ-গানের দৃশ্যায়ন ধর্মীয় অনুভূতিতে আঘাত। শিগগির এসবের সতর্কতা জারি না করা হলে আগামিতে নাচ-গানের দৃশ্যায়ন আরও বাড়বে।
এসবে ক্ষোভ প্রকাশ করেছে শিবগঞ্জ উপজেলার বাসিন্দা সারোয়ার জাহান ফেসবুকে একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘‘প্রাচীন বাংলার রাজধানী গৌড় নগরীর ছোট সোনামসজিদ। মসজিদের আদব-সম্মান রক্ষা করা আপনার আমার দায়িত্ব কর্তব্য। কয়েকমাস থেকে লক্ষ্য করা যাচ্ছে, মসজিদ প্রাঙ্গণে মেয়েদের নাচ, বিভিন্ন অশালীন অঙ্গি-ভঙ্গি করে ভিডিও বানিয়ে টিকটক ও ফেসবুকে শেয়ার করছে। যা মসজিদের আদবের বরখেলাপ। সেখানে ইসলামী শরীয়ত বহির্ভূত সকল কাজ সর্ম্পূণ নিষেধ করা জরুরী।”
সৈয়দ আনোয়ার নামে অরেকজন লিখেছেন, ‘‘এদের কোন কাজ নাই; শুধু ভিডিও বানানো কাজ। আবার মসজিদের সামনেও ছেলে মেয়ে দুইজনে নেচে ভিডিও করছে। আজব এক কাজ।’’
শিবগঞ্জ পৌরএলাকার বাসিন্দা ওমর ফারুক রাইজিংবিডিকে বলেন, ‘‘যেহেতু এটি একটি পবিত্র স্থান, তাই এর মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। আমি আশা করব, সবার শুভ বুদ্ধির উদয় হবে। এ ধরনের গর্হিত কাজ থেকে সকলে বিরত থাকবে।’’
এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ‘‘সোনামসজিদ প্রাঙ্গণে নাচ-গানের ভিডিও ধারণ এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। একই সঙ্গে এটি সমাজের মানুষও ঘৃণার চোখে দেখেন। বিষয়টি আমাদের নজরে এসেছে। সোনামসজিদের কেয়ারটেকারদের সঙ্গে আলোচনা করেছি। তাদের বলে দেওয়া হয়েছে মসজিদ প্রাঙ্গণে কোন ব্যক্তি এরকম ভিডিও ধারণ না করে।’’
ঢাকা/শিয়াম/এস