ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা, স্বামীকে অভিযুক্ত করেছেন মা

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৫ জুন ২০২৫   আপডেট: ১২:০০, ১৫ জুন ২০২৫
নড়াইলে অন্তঃসত্ত্বা নারীর আত্মহত্যা, স্বামীকে অভিযুক্ত করেছেন মা

লোহাগড়া থানা (ফাইল ফটো)

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে সালমা খানম (৩০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছে পরিবার। 

রবিবার (১৫ জুন) সকালে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। এর আগে শনিবার (১৪ জুন) তিনি আত্মহত্যা করেন।

পুলিশ ও পরিবার জানায়, ২ বছর আগে টিকটক এর মাধ্যমে সালমা খানমের সাথে ইতনা গ্রামের শাহাবুব শেখের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছু দিন পর তারা দু’জনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সালমা খানমের আগেও একটি বিবাহ ছিল। এদিকে শাহাবুব শেখেরও স্ত্রী ও ছেলে-মেয়ে রয়েছে। সালমা খানমকে বিয়ের পর থেকে তাদের পরিবারের মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। শনিবার সালমা খানম নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। 

নিহত সালমার মা জাহানারা বেগম জানান, তার মেয়েকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার স্বামী শাহাবুব শেখ এবং তার পরিবারের লোকজন। 

এসব অভিযোগের বিষয়ে সালমার দেবর টিপু শেখ জানান, তার ভাবি ৫ মাসের গর্ভবতী ছিলেন, তবে তার ভাইয়ের প্রথম পক্ষের স্ত্রী ও তিনটি ছেলে মেয়ে রয়েছে। ভাই শাহাবুব শেখ জাহাজে চাকরি করেন। সে এখন ভারতে রয়েছে। সালমা খানমকে তারা কোনো প্রকার নির্যাতন করেননি বলে দাবি করেন তিনি।  

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/শরিফুল/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়