বগুড়ায় আসামির ছুরিকাঘাতে ২ পুলিশ আহত
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আহত দুই পুলিশ সদস্য
বগুড়ায় গ্রেপ্তার করতে গিয়ে আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রবিবার (১৫ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার ঝোপগাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- উপশহর ফাঁড়ির এটিএসআই মো. জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “অবস্থান নিশ্চিত হয়ে আসামি মো. মুরাদুন্নবি নিশানকে গ্রেপ্তার করতে ওয়ারেন্ট নিয়ে বের হন উপশহর ফাঁড়ির দুই পুলিশ সদস্য। ঝোপগাড়ি এলাকায় তারা আসামিকে দেখতে পান। মুরাদুন্নবি পুলিশ সদস্যদের দেখে একটি দোকানে ঢুকে পড়েন। তাকে গ্রেপ্তার করতে গেলে দুই পুলিশ সদস্যের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যান মুরাদুন্নবি।”
তিনি বলেন, “স্থানীয় লোকজন ও অন্য পুলিশ সদস্যদের সহযোগিতায় আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সেখানে চিকিৎসাধীন। অভিযুক্ত মুরাদুন্নবিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।”
ঢাকা/এনাম/মাসুদ