ঢাকা     বুধবার   ০৯ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৫ ১৪৩২

জেলের জালে ২৩ কেজির কোরাল, ২৪ হাজার টাকায় বিক্রি

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৫, ১৫ জুন ২০২৫   আপডেট: ১৬:৪০, ১৫ জুন ২০২৫
জেলের জালে ২৩ কেজির কোরাল, ২৪ হাজার টাকায় বিক্রি

কোরাল মাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মামুন জমাদ্দার নামে এক জেলের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ। শনিবার (১৪ জুন) রাতে কুয়াকাটা সৈকত সংলগ্ন সাগরে মাছটি ধরা পড়ে। 

রবিবার (১৫ জুন) সকালে কুয়াকাটার মনিফিস আড়তে মাছটি নিয়ে যান মামুন জমাদ্দার। এসময় মাছটি দেখতে অনেক মানুষ ভিড় করেন। পরে নিলামের মাধ্যমে ১০৫০ টাকা কেজি দরে ২৪ হাজার ১০০ টাকায় মোস্তাফিজ নামে এক পাইকারি ব্যবসায়ী মাছটি কিনে নেন। 

জেলে মামুন জমাদ্দার জানান, তিনি মূলত খুটা জাল (ছোট জাল ও ছোট নৌকা) দিয়ে সমুদ্রে মাছ শিকার করেন। ৫৮ দিনের নিষেধাজ্ঞার পর তিনি সমুদ্রে মাছ শিকার শুরু করেন। গতকাল রাতে তার জালে কোরাল মাছটি ধরা পড়ে। এত বড় মাছ জালে ধরা পড়ায় উচ্ছ্বসিত তিনি। 

আরো পড়ুন:

মাছ ব্যবসায়ী মোস্তাফিজ বলেন, “আশা করছি, কুয়াকাটাতেই ভালো দামে মাছটি বিক্রি করতে পারব। কুয়াকাটায় অনেক হোটেল রয়েছে, যেখানে বড় কোরালের চাহিদা রয়েছে।” 

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “নিষেধাজ্ঞা শতভাগ সফল হওয়ায় শুধু কোরালই নয়, আরো বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ জেলেদের জালে ধরা পড়তে পারে। সমুদ্রগামী জেলেদের জালে প্রচুর পরিমাণে ইলিশও ধরা পড়তে পারে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়