সাতক্ষীরায় সাবেক এমপির ছেলে আটক, অস্ত্র ও মাদক উদ্ধার
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সাতক্ষীরা শহরে রিফাত আমিনের বিলাশবহুল বাড়িতে সেনাবাহিনী অভিযান চালায়
সাতক্ষীরার আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় তার ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে।
রবিবার (১৫ জুন) দুপুরে শহরের আব্দুর রাজ্জাক পার্কস্থ বিলাশবহুল বাড়িতে দুই ঘণ্টাব্যাপী অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর সাতক্ষীরা ক্যাম্পের মেজর ইফতেখার আহমেদ।
সাফায়াত সরোয়ার রুমন সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে এবং তার মা রিফাত আমিন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ছিলেন।
যৌথবাহিনীর অভিযানের শুরুতে দুইতলা হতে রুমন লাফিয়ে নিজতলা দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন যৌথবাহিনী রুমনকে আটক করে বাড়িতে তল্লাশি করে মাদক ও অস্ত্র উদ্ধার করে।
অভিযান শেষে সেনাবাহিনীর মেজর ইফতেখার আহম্মেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে তিন শতাধিক ইয়াবা বড়ি, একটি রাইফেল, একটি তলোয়ার, মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। সাবেক এমপির ছেলে সাফায়াত সরোয়ার রুমনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা/শাহীন/বকুল